My Mother's wish: Need to a Refrigerator for my Mother.
আমার বাসায় কোন ফ্রিজ ছিলনা।গ্রামে মা অন্যের ফ্রিজে খাবার রাখতে যেতো বিভিন্ন সময়,আমি ছুটিতে বাড়ি গেলে আমাকে খাওয়াবে বলে।কিন্তু মাকে অন্যের ফ্রিজে খাবার রাখতে গিয়ে অনেক কষ্ট পেতে হয়েছে!যেমন, কখনো ফ্রিজে জায়গা নেই বলে ফেরত পাঠিয়ে দিয়েছে,আবার কখনো মাকে খাবার নিয়ে অন্যের দরজায় অনেক সময় দারিয়ে থাকতে হয়েছে!একদিন মা খুব মন খারাপ করে বাড়ি ফিরে এসে আব্বুকে বললো যে একটা ফ্রিজ থাকলে আর আজ অন্যের দরজায় দাড়িয়ে থাকতে হতোনা।কিন্তু সত্যি কথা বলতে আব্বুর কাছে একটা নতুন ফ্রিজ কেনার মত টাকা ছিলনা।খবরটা আমার বউ আমাকে ফনে যখন জানালো আমি তখন বিশ্ববিদ্যালয়ের কিন্তির টাকা জমাতে মরিয়া।কারন ভার্সিটিতে টাকা না দিতে পারলে আমি আমার গত সেমিষ্টারের রেজাল্ট পাবোনা।(রেজাল্ট অলরেডি পাবলিষ্ট হয়েগেছে)!যাহোক,মায়ের এমন কষ্ট শুনে ঘুমাতে পারলামনা।সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে সেমিষ্টারের টাকাটা দিয়েই এই রমজানের আগেই মাকে একটা নতুন ফ্রিজ কিনে বিশ্ব মা দিবসে মাকে চমকে দেব।অফিস থেকে ছুটি নিলাম।চলেগেলাম বাড়ি(আমি একটি ছোটখাট চাকরির পাশাপাশি বি এস সি তে study করছি)।বউ কে সাথে নিয়ে চলে গেলাম ওয়ালটনের শো রুমে।১১.৫ সেফটি একটি লাল ফ্রিজ কিনলাম কিস্তিতে। বাড়ি গিয়ে মাকে বললাম, মা এটা তোমার। এখন থেকে তোমাকে আর অন্যের বাড়ি আমার জন্য খাবার রাখতে যেতে হবেনা।মায়ের চোখ ছল ছল করছে। তবে এটা খুশির কান্না।জীবনে এতবেশী খুশি হতে দেখিনি আগে।জীবনের এই প্রথম নিজেকে গর্বিত মনে হচ্ছে।নিজের রোজগারের পয়সা দিয়ে মায়ের ইচ্ছা পূরন করলাম।যদিও সেমিষ্টার ফি এখনো দিতে পারিনাই,রেজাল্টও পায়নাই।কবে পাব জানিনা।তবে আমি আমার মায়ের মুখের হাসি খুজে পেয়েছি।যা সেমিষ্টার ফাইনাল রেজাল্টের চেয়েও অনেক দামি।মা তোমাকে ভালবাসি।তোমার হাবিব!
Type a message...
By Habib Rahaman
Vote
Share
Votes: 2