My Mother's wish: Make Me Higher Educated Person
বহু বছর আগে দারিদ্র প্রবণ এক গ্রামে জন্ম আমার। যেখানে শিক্ষার হার নেই বললেই চলে। মায়ের ইচ্ছে ছিল আমাকে গ্রামের সবার থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে তাই বাবা আমাকে আর মাকে নিয়ে বাড়ি ছেড়ে শহরমুখী হয়। তারপর জীবনে অনেক উথানপথন এসেছে কিন্তু মা কখনো শিক্ষার আলো থেকে আমাকে দূরে রাখেন নি। এখনো মায়ের সেই ইচ্ছে পূরনে চেষ্টা করে যাচ্ছি। দেশের মধ্যকার সর্বোচ্চ শিক্ষার শেষ করে বহির্দেশে যাওয়ার ইচ্ছে রয়েছে। সন্তানের উচ্চশিক্ষায় শিক্ষা অর্জনই আমার মায়ের কাছে বড় সম্পদ। এই সম্পদ অর্জন করে মায়ের মুখে হাসি ফুটাতে চাই।
By Ujjal Taher
Vote
Share
Votes: 550416