My Mother's wish: মায়ের ইচ্ছা সবাইকে নিয়ে বিলাসবহুল ভ্রমণ করা

মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনাসূদে অকৃত্রিম ভালোবাসা দিয়ে যায়। আমার মা কিছুটা কৌতূহলী ছিলেন কিন্তু সব বিষয় কৌতূহল দেখাতেন না কিছু কিছু বিষয়ে অনেক কৌতুহল দেখাতেন যেমন আমরা স্কুল কলেজ বা ইউনিভার্সিটি থেকে কোন শিক্ষাসফর বা ভ্রমণে গেলে কিভাবে যাব কেমন করে যাব ওখানে গিয়ে কি কি করব তেমনি ফিরে আসলে ওখানে গিয়ে কি কি করলাম কি কি দেখলাম আরো কত কি। বুঝতাম না এইসব বিষয়ে কৌতুহল এর কারন কি ঈদের ছুটিতে সবাই আমাদের বাসায় আসত তেমনি এক সময় মা কাজ করছিল তখন বাবা বলল এবার অনেকদিন ছুটি পেয়েছি মজা করে ঘুমানো যাবে তখন মা বলল আমার তো ছুটি হয় না বাবা হেসে বলল তোমার হবে মারে কে বলল হ্যাঁ হবে মরলে। এই চার দেয়াল ছাড়া ছাড়া যে আর কি হবে তা জানা আছে। ঈষৎ আসলে আমরা সবাই কষ্ট পেলাম। নানুর কাছে শুনেছিলাম মা একটু দুরন্ত প্রকৃতির। ভ্রমণের বিষয় নিয়ে মায়ের মায়ের কৌতূহলটা আজ বুঝতে পারলাম কিন্তু বুঝতে পেরেও কি লাভ পড়াশোনা শেষ করে চাকরী পেতে পেতে কি সময়টা নাও হতে পারে ওইতো মায়ের ইচ্ছাপূরণের কথাটা আপনাদের জানালাম যদি পুরনো হয় ক্ষতি কি


By Ekramul Islam Vote Share

Votes: 1356  

  • বাসায়...

    By Samia Nabila

  • Travel to sylhe...

    By Samia Nabila

  • Maaa...

    By Kutub Uddin

  • সৎ পু...

    By Alamin Islam Mahi

  • মা...

    By Kabir Ahamed