My Wife
"সংসার সুখের হয় রমনীর গুণে"
আমার স্ত্রী আমার জীবনের অনুপ্রেরণা, কারণ বিয়ের আগে আমি ছিলাম অগোছালো, একরোখা, কাউকে মূল্যায়ন করতে জানতাম না। আমার জীবনে স্ত্রী আসার সব পরিবর্তন আসতে শুরু করে, সামাজিক মূল্যবোধ শিখি, তার অনুপ্রেরণায় আমার নতুন দিগন্ত শুরু।আমার জীবনের বেচে থাকার ধারণাটাই পাল্টে দিয়েছে। তাই আমি তার কাছে চির ঋণী।
By Md.mahfuzur Rahman
Love
Share
Loves: 12