My Mother


আমার সফলতার সবটুকু দাবিদার আমার শ্রদ্ধেয় মা। আমার সফলতার জন্য আমার মা সবসময়ই নিজেকে উৎসর্গ করেছেন। আমার পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয় তাই ঘরের এবং ঘরের বাইরের সব কাজ তিনি একাই করতেন। আমাকে কোনো কাজ করতে দিতেন না। Class Nine এ Group Change এর সময় অনেকে অনেক কথা শুনিয়েছে। কিন্তু আমার মা সর্বদা আমাকে Support করে গেছেন। Business Studies এর student বলে আমাকে অনেকেই অবহেলা করত।Business Studies পড়ে Life এ কিছু করতে পারব কীনা এই নিয়ে অনেকে অনেক কথা শোনাত। But আমার মা সবসময়ই আমাকে support করত, আর কেউ আস্থা না রাখলেও আমার মা বিশ্বাস করত আমি ভালো কোথাও chance পাব। Du admission test এর আগে আমি সারারাত পড়তাম। আমার মা প্রতিদিন মধ্য রাতে ঘুম থেকে উঠে আমার জন্য খাবারের ব্যবস্থা করতেন। আমাকে সবসময়ই বিশ্বের সফল মনীষীদের গল্প শুনিয়ে অনুপ্রেরণা দিতেন, অনেক motivation দিতেন। আমার মায়ের দোয়া, আমার জন্য তার উৎসর্গীকৃত সময়, শ্রম, সবসময় আমাকে তার support দেয়া এবং আমার Hard work মাধ্যমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে chance পাই। পরিশেষে বলতে চাই মা তোমার কাছে আমি আজীবন ঋণী থাকব।

By ক্যাডেট মতিন Share

Loves: 12  

  • My mother is my success!!

    By Suporna Roy

  • mom

    By Fomy Naz

  • মা ( Mother )

    By Bhromor Bhabna

  • Mother

    By Maliha Binte Hammad

  • Mother

    By Maliha Binte Hammad