My Mom
Success? I don't know whether I'm yet successful or not.. but I want to be that much successful which will make my parents proud..proud of me. My mother is my inspiration in that sense that I can see her sacrifices, her dream her everything which only confined to us...
আম্মু শিক্ষকতা করত।আমাদের মানুষ (:3) করতে তা ছেড়েছে, আমাদের কে দেখবে, খাওয়াবে এসব ভেবে এখনো তার হার্নিয়ার অপারেশন ও করায় না, সবাই এত বলে তাও বলে "সংসার কে দেখবে"। আমি যখন হলে থাকি যেদিনি ভাবি আজকে ভাত খাব না সেদিনই কিভাবে জানি আম্মু বুঝে সাথে সাথে call দিয়ে জিজ্ঞেস করে "খাইসো??"। মাঝে মাঝে হু হা বলে এড়াতে চাই।লাভ হয়না -_-
আমার আম্মু আমার কাছে ত্যাগের প্রতীক। নিজেরটা না ভেবে এখনকার সময়েও কিভাবে খালি অন্যের কথা ভাবা যায়, আর " my family my world" লিখা পিক না দিয়ে আসলেই নিজের সবকিছু পরিবারকে ঘিরেই নিজের চাওয়া পাওয়া হয় তাকে দেখে শিখি।
শুনে কেমন জানি পুরানো দিনের আম্মুদের মত লাগে না? মনে হয়না সে আজীবন এইরকম ই ছিল? আসলে না। আম্মু অনেক ভাল ছাত্রী ছিল,নানা-নানীর আদরের মেয়ে, ভাইদের আদরের বোন ছিল। রান্নাঘরে বিয়ের আগে কখনো ঢুকতে হয়নাই, গান শুনত, বই পড়ত, শৌখিন ছিল। এখনো সবাই বলে তোমার আম্মুর fashion sense যেমন ছিল এখনকার মেয়েদের মাঝেও তেমন কম দেখা যায়।
আমাদের নিয়ে আম্মুর স্বপ্ন অনেক। Pray for Us যেনো আমরা তাকে তার প্রাপ্য সুখ দিতে পারি। ♥
By Sadia Payel
Love
Share
Loves: 12