My Teacher's Name Is Bilash Kumar Mukherjee
Institute: Kharnia Union High School
My teacher is my inspiration because সময়টা ছিল ২০০৫ সালের শুরুর দিকে।ফেব্রুয়ারী মাস,আমি সবে মাত্র প্রাথমিক স্তর শেষ করে মাধ্যমিক স্কুলে ভর্তি হয়েছি।বাড়ী থেকে আমার স্কুলের দূরত্ব ছিল ২ কিলোমিটার এবং স্কুলটি ছিল খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে। আমি রোজ পায়ে হেঁটে স্কুলে যাতায়াত করতাম।মাঝে মাঝে ভ্যানগাড়ীতে উঠেও স্কুলে যেতাম।দিনটি ছিল ১৯ ফেব্রুয়ারি।প্রতি দিনের ন্যায় সেদিনও সকাল বেলায় স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হই।ক্লাসের সময় খুব কম ছিল বলে আমি সেদিন ভ্যানে উঠে স্কুলের দিকে রওনা দিই।কিন্তু সেদিন আমার আর স্কুলে যাওয়া সম্ভব হয়নি।কারন স্কুলে যাওয়ার আগেই আমি অর্ধেক পথে এসে মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হই।আমি যে ভ্যানগাড়ীতে করে স্কুলে যাচ্ছিলাম চলন্ত বাস এসে সেই ভ্যানে ধাক্কা দেয়।আমি আমার মাথা ও দুই পায়ে খুব আঘাত পেয়েছিলাম।দুই পায়ের আঘাত খুব গুরুতর হয়েছিল এবং ক্ষত স্থান থেকে প্রচুর রক্ত ক্ষরণও হয়েছিল। ভাগ্যদেবী সহায় ছিল বলে সেদিন মৃত্যুর খুব কাছ থেকে আমি ফিরে আসতে পেরেছিলাম।বেশ কয়েক দিন খুলনা গাজী মেডিকেল কলেজ ও হাসপাতালে থাকার পর একটু সুস্থ হয়ে বাড়িতে আসি।আমার দুই পায়ে ব্যান্ডেজ ছিল।বাড়িতে এসেও হাঁটতে পারতাম না অনেক দিন।বাড়িতে আসার কিছুদিন পর আমাদের স্কুলের প্রধান শিক্ষক বিলাস কুমার মুখার্জি স্যার ও গৌর স্যার আমাকে দেখতে আসে বাড়ীতে।আমি তখন বারান্দায় শুয়ে আছি।পাশে আমার মা বসে আমাকে ওষুধ খাওয়াচ্ছে।এমন সময় স্যার এলেন আমাকে দেখতে।স্যার আমার আর আমার মায়ের মুখ দেখে বললেন এ ছেলে একদিন অনেক বড় হবে,অনেক উন্নতি করবে,অনেক নাম যশ,খ্যাতি অর্জন করবে।আমার মায়ের মুখের সাথে আমার মুখের খুব মিল ছিল।আমি বারান্দায় শুয়ে স্যার এর কথাগুলো শুনেছিলাম।সেদিন আমি স্যার এর কথায় খুব অনুপ্রাণিত হয়েছিলাম।মনে মনে ভেবেছিলাম সৃষ্টিকর্তা যখন আমাকে নতুন জীবন দিয়েছেন, আমাকে এর সৎ ব্যবহার করতেই হবে।আজ আমার মা আর এই পৃথিবীতে নেই।কিন্তু সেই স্মৃতিগুলো আজও থেকে গেছে আমার হৃদয়ে।এখনও আমি অনুপ্রাণিত হই স্যারের সেদিন এর কথাগুলো থেকে।মনে হয় স্যার সারাক্ষণ আমাকে বলছে তপন তুমি অনেক বড় হবে,তুমি পারবে,তুমি জিতবে...!!!
By Tapan Das
Vote
Share
Votes: 4