লকডাউনে ঘরে বসে বোর হয়েছি আমরা সবাই। ঘরে বন্দী থেকে বন্ধুদের সাথে বাইরে আড্ডা দেয়ার প্রিয় মুহূর্তগুলো মিস করিনি, এমন মানুষ পাওয়া কঠিন। তবে, দূরে থেকেও কিন্তু আমাদের বন্ধুত্ব কমেনি একটুও৷ বরং সবসময়ই একসাথে ছিলাম, ভার্চুয়াল জগতে। আমাদের আড্ডার ধরন হয়ত বদলেছে, কিন্তু বন্ধুত্ব পেয়েছে নতুন এক মাত্রা!
আড্ডা হয়েছে ভিডিও কলে, গান হয়েছে অনলাইনে, একসাথে ক্লাস করেছি Zoom-এ অথবা নিজের করা রান্নার ছবি শেয়ার করেছি বন্ধুদের সাথে। আমরা সবকিছুই করেছি, তবে ভার্চুয়ালি। কোনকিছুই পারেনি আমাদের বন্ধুদের থেকে দূরে ঠেলে দিতে, কারন আমরা তো "বন্ধুত্বে বন্দী"!
আর তাই বন্ধুত্বের নতুন সব মাত্রাকে পরিপূর্ণতা দিতে, এবারের "বিশ্ব বন্ধুত্ব দিবসে" The Daily Star, Pathao ও ShopUp নিয়ে এল বিশেষ ক্যাম্পেইন, "বন্ধুত্বে বন্দী"। সাথে Youth Engagement Partner হিসেবে আছেঃ Robi 10 Minute School, Smartifier Academy ও Pop of Color.
লকডাউনে ঘরে বসেও কিভাবে কাছে ছিলেন বন্ধুদের, সে গল্পগুলোই আমরা জানতে চাই। হতে পারে সেটি কোন মজার ঘটনা অথবা ছবি।
অংশগ্রহণের সময়সীমাঃ ২৮ জুলাই থেকে ২ আগষ্ট পর্যন্ত।
অংশগ্রহণ করার নিয়মঃ
- লিখুন লকডাউনে বন্ধুদের সাথে আপনার মজার কোন ঘটনা অথবা আপলোড করুন মজার কোন ছবি
- আপনার সাবমিশন ফেসবুকে শেয়ার করে জানিয়ে দিন অন্যদেরকে
- নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত সর্বাধিক প্রশংসাপ্রাপ্ত (Most Loved) সাবমিশন হিসেবে জয়ী হয়ে জিতে নিন পুরষ্কার
- একজন একাধিকবার অংশগ্রহণ করতে পারবেন
- ২ আগষ্ট রাত ১১ঃ৫৯ মিনিট পর্যন্ত পাঠকের দ্বারা সর্বাধিক প্রশংসাপ্রাপ্ত লেখাগুলো বিজয়ী হিসেবে নির্বাচিত হবে।
*পাঠকের দ্বারা সর্বাধিক প্রশংসাপ্রাপ্ত লেখাগুলো বিজয়ী হিসেবে নির্বাচিত হবে।